Sunday, June 22, 2025
Latestরাজ্য​

মৌলবাদীদের চোখরাঙানি উপেক্ষা করে কার্নিভালেও নজর কাড়লেন নুসরত

কলকাতা: মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করায় তাঁকে বারবার পড়তে হয়েছে মৌলবাদীদের রোষের মুখে। তবে চোখরাঙানি উপেক্ষা করে সকল উৎসব-অনুষ্ঠানে সামিল হয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। বিয়ের পর প্রথম দুর্গাপুজোয় স্বামী নিখিলকে নিয়ে সিঁদুর খেলছেন নুসরত জাহান। অষ্টমীর সকালে সুরুচি সংঘের পুজো মন্ডপে নিষ্ঠাভরে মাকে অঞ্জলি দিয়েছিলেন নব দম্পতি। শাড়ির আঁচল কোমরে গুঁজে বাজিয়েছিলেন ঢাক।

দশমীর পর চালতাবাগানে গিয়ে স্বামী নিখিলকে নিয়ে সিঁদুরও খেললেন। নুসরত বলেন, আমি ঈশ্বরের বিশেষ সন্তান। যে কোনও উৎসবই আমি খুব নিষ্ঠার সঙ্গে পালন করি। আমি মনুষ্যত্ব অবং ভালোবাসায় বিশ্বাস করি। বিতর্কে পাত্তা দিইনা। এভাবে সিঁদুর খেলতে পারায় আমি খুশি

নুসরত বলেন, ধর্মীয় সম্প্রীতির অন্যতম উদাহরণ হল দুর্গাপুজো। আমি মনে করি প্রতি ধর্মের প্রতিই আমার সম্মান প্রদর্শনের অধিকার রয়েছে। আমার জন্ম এই বাংলায়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এবং বাহক আমরা প্রত্যেকেই। সেখান থেকেই আমি প্রতিটি উৎসব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি।

বৃহস্পতিবার সিঁদুর খেলা শেষ করে নুসরত হাজির হয়েছিলেন রেড রোড কার্নিভালে। শ্রীভূমি স্পোটিং ক্লাবের প্রতিমার আগে হাঁটেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন নিখিল ও গায়ক অভিজিৎ।