মা দুর্গাকে বরণ করতে এসে স্বামীকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন নুসরাত
কলকাতা: এবার চালতাবাগানে মা দুর্গাকে বরণ করতে এসে স্বামী নিখিল জৈনকে নিয়ে সিঁদুরখেলায় মাতলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। কয়েকমাস আগেই ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কলকাতার চালতাবাগানের এবারের পুজো ৭৭ বছরে পদার্পণ করে। এখানকার দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পুজোর মতো এখানকার মা দুর্গা বরণেও বরাবের মতো চাঁদের হাট। দেবী বরণ ও সিঁদুরখেলায় মাতেন টলিপাড়ার নক্ষত্ররা। নুসরাত ছাড়াও এখানে উপস্থিত ছিলেন মুমমুন সেন, চৈতি ঘোষাল, পার্নো মিত্র, অনন্যা চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, রাজনন্দিনী দত্তরা।
Kolkata: TMC MP Nusrat Jahan participates in ‘sindoor khela’ with her husband Nikhil Jain at Chaltabagan Durga Puja Pandal. She says,”I’m God’s special child. I celebrate all festivals. I respect humanity&love more than anything. I am very happy,controversies don’t matter to me.” pic.twitter.com/siCCQCb7Q3
— ANI (@ANI) October 11, 2019
চালতাবাগানের পুজো উপলক্ষে পুজো কমিটির আরেক বিশেষ ‘উৎসব ঢাকে পড়ল কাঠি’-তে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবারও দেবী বরণের সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন মাননীয় রাজ্যপাল। এখানকার পুজোয় লাল পাড়ের শাড়িতে নিজেদের সাজিয়ে সিঁদুরখেলার আনন্দে যোগ দেন আমন্ত্রিত বহু বিদেশিরাও।
মা দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করে নিয়ে নুসরাত বলেন, ধর্ম সবার জন্যে, তাই বিতর্ক হোক বা না হোক, তিনি এই ধরণের উৎসবে সবসময়েই যোগ দেবেন। তিনি মনে করেন ধর্মের সঙ্গে রাজনীতিতে কোনও যোগ নেই, তাই ভবিষ্যতে যে কোনও উৎসবেই তিনি যোগ দেবেন তা যে ধর্মেরই হোক না কেন।