Saturday, June 21, 2025
Latestবিনোদন

মৌলবীদের ফতোয়া উড়িয়ে এবার করবা চৌথ পালন করলেন নুসরত

কলকাতা: বিয়ের পর থেকে স্বামী নিখিল জৈনের ধর্ম মেনে সমস্ত হিন্দু রীতি-রেওয়াজ শ্রদ্ধা-সম্মানের সঙ্গে পালন করছেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। মৌলবীদের ফতোয়া, সমাজের বিতর্ককে উড়িয়ে দিয়ে সিঁথিতে সিঁদুর পরা থেকে রথ টানা, দুর্গাপুজোয় ধুনুচি নাচ, অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দেবীবরণ, সিঁদুর খেলা সবকিছুতেই অংশগ্রহণ করেছেন তিনি। এবার করবা চৌথ পালন করলেন নুসরত।

ছবিতে দেখা যাচ্ছে, মাথায় ঘোমটা টেনে, অলঙ্কারে সেজে হাতে বরণডালা নিয়ে পুজো করেন নুসরত। থালায় প্রদীপ জ্বলছে। পাশে জলের ঘট। সঙ্গে স্বামী নিখিল জৈন। স্বামীর মঙ্গল কামনায় উপোস থেকে চাঁদ দেখার পরেই চালুনি দিয়ে স্বামীর মুখ দেখেন নুসরত। স্বামী নিখিলের আরতি করেন নুসরত।

চালুনি দিয়ে স্বামীর মুখ দেখছেন নুসরত
পুজো সেরে স্বামীর হাত থেকে জল খাচ্ছেন নুসরত

নিষ্ঠার সঙ্গে সমস্ত নীতি-নিয়ম মেনে করবা চৌথ পুজো সারেন নুসরত। এরপর চালুনি দিয়ে মুখ দেখেন স্বামীর। এরপর চাঁদের পুজো সেরে স্বামীর দীর্ঘায়ু কামনা করে স্বামীর হাত থেকে জল খান। জানা গেছে, উপোস একা নুসরত করেননি। নিখিলও তাঁর জন্য উপোস করেছিলেন। তাই নুসরত তাঁকেও জল খাওয়ান। এদিন নিখিল পরেছিলেন নীল কুর্তা।