মুসলিম ভোট হারানোর ভয়েই নুসরতের পাশে দাঁড়াচ্ছেন না মমতা: দেবশ্রী চৌধুরী
কলকাতা: অষ্টমীর সকালে পুজো মণ্ডপে গিয়ে ঢাক বাজানোর পাশাপাশি স্বামী নিখিল জৈনের সঙ্গে অঞ্জলি দিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। সেই ছবি ভাইরালের পর ক্ষেপে যান মুসলিম ধর্মগুরুরা। এবার নুসরত জাহানকে সমর্থন জানালেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেবশ্রী চৌধুরী বলেন, বিয়ের পর, স্বামীর ধর্ম এবং রীতিনীতি অনুসরণ করা ভারতীয় সংস্কৃতি। বিজেপি সাংসদ বলেন, নিজেদের ইচ্ছেমত ধর্ম অনুসরণ করার অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান। তবে মুখ্যমন্ত্রীর নীরবতায় তিনি হতবাক তিনি।
দেবশ্রী চৌধুরী বলেন, এই ফতোয়ার বিরুদ্ধে মুখ খোলা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দলের সাংসদের বিরুদ্ধে যখন ফতোয়া জারি করা হচ্ছে, তখন তিনি নীরব কেন? দেবশ্রী চৌধুরীর অভিযোগ, মুসলিম ভোট হারানোর ভয়েই, এমনটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, অষ্টমীর সকালে দক্ষিণ কলকাতার সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপে স্বামীর সঙ্গে অঞ্জলি দিয়েছিলেন নুসরত। এরপর নুসরত কোমরে শাড়ি গুঁজে ও নিখিল পাঞ্জাবির হাতা গুটিয়ে ঢাক বাজানো শুরু করেন। সেই ছবি ভাইরালের পর হতেই মুসলিম ধর্মগুরু তাঁকে মুসলিম বিরোধী বলে মন্তব্য করেন। এমনকি নুসরতকে তাঁর নাম বদলাতে বলেন ওই ধর্মগুরু।
ইত্তেয়াদ উলেমায়ে হিন্দের সহসভাপতি মুফতি আসাদ কাসমি বলেন, আল্লা ছাড়া আর কোনও উপসনায় সম্মতি দেয়নি ইসলাম। নুসরত জাহান দুর্গাপুজোয় অংশগ্রহণ করেছেন, যা পুরোপুরি ইসলাম বিরোধী। তিনি ইসলাম ধর্ম পালন করছেন না। এমনকি, তিনি একজন অমুসলিমকে বিয়ে করেছেন। ফলে, তিনি ইসলামকে অনুসরণ করছেন না, তাঁর নিজের নাম পাল্টে নেওয়া উচিত।