Monday, June 16, 2025
Latestরাজ্য​

১৯৪৭ সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ৩০ শতাংশ হিন্দু ছিল, এখন কমে মাত্র ৬ শতাংশ: মুকুুল রায়

কলকাতা: পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা নিয়ে ফের হুঙ্কার দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, এনআরসি নিয়ে বাংলার প্রতিটি ঘরে ঘরে যাবে বিজেপি, মানুষের কাছে সঠিক তুলে ধরা হবে। গান্ধী সঙ্কল্প যাত্রার দ্বিতীয় দিনে অংশ নিতে নদিয়া যান মুকুল রায়। মুকুল রায় ছাড়াও উপস্থিত ছিলেন, রানাঘাট কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার, বিজেপি নেতা কল্যাণ চৌবে প্রমুখ। সেখানেই তিনি বলেন, এনআরসি নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। মুকুলবাবুর সাফ কথা, শরণার্থী ও অনুপ্রবেশকারী এই দুটি শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। এটাই গুলিয়ে ফেলছেন অনেকে।

মুকুল রায় বলেন, বিজেপি সরকার চায় শরণার্থী হিসেবে যারা ভারতবর্ষে এসেছেন তাঁদের সকলকেই ভারতের নাগরিকত্ব দিতে। এবং শরণার্থীদের ভারতে নাগরিকত্ব দিতে বদ্ধপরিকর বিজেপি। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। তবে অবৈধভাবে যারা ভারতে প্রবেশ করেছে তাঁদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

মুকুল রায়ের ব্যখ্যা, ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পর পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলিয়ে প্রায় ৩০ শতাংশ হিন্দু ছিল, এখন সেই সংখ্যা মাত্র ৬ শতাংশে এসে ঠেকেছে। তাহলে বাকি হিন্দুরা কোথায় গেলেন? প্রশ্ন মুকুল রায়ের।

প্রসঙ্গত, নাগরিকত্ব (সংশোধনী) বিল অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে করে আসা ছয় ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী- হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান এবং পার্সি সম্প্রদায়ের মানুষদের শরণার্থী হিসাবে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।