অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক, তাই বাংলায় এনআরসি প্রয়োজন: দিলীপ ঘোষ
কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবার নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে এই নিয়ে পঞ্চম পদযাত্রা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বৃহস্পতিবারই CAA ও NRC ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি (NRC) দরকার। কারণ এ রাজ্যে অনুপ্রবেশকারীরা শাসক দলের ভোটব্যাঙ্ক হয়ে বসে আছে। এমনকি, দেশের হিতে নেওয়া যা কিছু সিদ্ধান্ত, সে সব কিছুর প্রতিবাদ করা মমতা বন্দোপাধ্যায়ের স্বভাব বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।
বৃহস্পতিবার দিলীপবাবু বলেন, এনআরসি পশ্চিমবঙ্গে কার্যকর করা উচিত। অনুপ্রবেশকারীদের মমতা বন্দোপাধ্যায়ের দরকার। কারণ এ রাজ্যে ওরা তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক। আগে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু করা হোক, তারপরে আমরা দেখব কী করে এনআরসি লাগু করা যায়।
অসমে করা এনআরসি প্রসঙ্গে দিলীপবাবু বলেন, অসমের এনআরসির সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে ওটা করা হয়েছে। তবে কিছু জায়গায় গলদ আছে, সেটা শুধরে নেওয়া হচ্ছে।
অন্যদিকে, এনপিআর প্রসঙ্গে তিনি বলেন, ওটা কংগ্রেস ২০১০ সালে চালু করেছিল। এরপর আমরা ক্ষমতায় আসি। আমাদের কর্তব্য সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া।