কর্ণাটকে ধৃত ৬১ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো
বেঙ্গালুরু: অবৈধ বাংলাদেশিদের আটক করতে সক্রিয়তা বাড়িয়েছে বেঙ্গালুরু পুলিশ। ইতিমধ্যেই বহু বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের শহর ও রাজ্য ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বেঙ্গালুরু ফেরৎ ৬১ জনের এক বাংলাদেশি দলকে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। যেকনো উপায়ে ভারতে ঢুকে পড়া এইসব বাংলাদেশিরা দেশে ফিরতে চাইছেন।
জানা গেছে, গত কয়েক সপ্তাহে ভারত থাকা অবৈধ বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার হার বেড়েছে। ইতিমধ্যেই ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে যা আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই বেঙ্গালুরু পুলিশের হয়রানি ও আতঙ্কের স্বীকার হয়ে ফিরছেন বলে খবর।
শনিবার বেঙ্গালুরু ফেরৎ ৬১ জন অবৈধ বাংলাদেশীকে প্রায় ৪ ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়। এই দলে বহু শিশু ও মহিলাও ছিলো। বেঙ্গালুরু পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ও বিএসএফের আলোচনার পর তাদের বাসে করে সীমান্ত পার করার বন্দোবস্ত করা হয়।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ও অবৈধ বাংলাদেশিদের নির্বাসন সংক্রান্ত কার্যকলাপের নোডাল অফিসার এস ডি সারানাপ্পা বলেন, অবৈধ বাংলাদেশিদের হাওড়া থেকে ৩০ জন পুলিশ পরিবৃত করে পাঠানো হয়েছে। এবিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ, কর্ণাটকের স্বরাষ্ট্র দফতর ও স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বলেছেন অবৈধ বাংলাদেশিদের রেয়াত করা হবে না। তারপরই সক্রিয় হয় বেঙ্গালুরু পুলিশ। অবৈধ বাংলাদেশিদের শহর ছাড়ার জন্য নোটিস জারি করা হয়।
বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, অবৈধ বাংলাদেশিদের হটাতে তাঁদের সক্রিয়তা বজায় থাকবে। এখনও পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকা থেকে বেঙ্গালুরুতে বসবাসকারী অর্ধেকের বেশি অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে হটানো গিয়েছে। অনেকে পালিয়ে গিয়েছে।