Tuesday, March 25, 2025
দেশ

শনিবার প্রকাশিত হচ্ছে এনআরসির চূড়ান্ত তালিকা, ৪১ লাখ বাদ পড়ার শঙ্কা

গুয়াহাটি: গত চার বছর ধরে যাচাই-বাছাইয়ের পর শনিবার প্রকাশিত হচ্ছে অসম জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র চূড়ান্ত তালিকা। সকাল ১০টায় অসম এনআরসির ওয়েবসাইটে প্রকাশিত হবে তালিকা। তবে যাঁদের ইন্টারনেট সংযোগ নেই, তাঁরা এনআরসি সেবা কেন্দ্রে গিয়েও তালিকায় নিজের নাম উঠেছে কিনা, তা দেখতে পারবেন।

তালিকা থেকে ৪১ লাখের বেশি আবেদনকারীর নাম বাদ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে তাদের অবস্থান কী হবে এই নিয়ে উত্তেজিত অসমবাসী। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ২০ হাজার বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে অসমে। একসঙ্গে চারজন মানুষের অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

অসমের গৃহমন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যাদের নাম বাদ পড়বে তারা এখনই বিদেশি বলে গণ্য হবেন না। তারা আপিল করার জন্য ৬০ থেকে ১২০ দিন সময় পাবেন। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কাউকে বন্দীশিবিরে নেওয়া হবে না।

অসম পুলিশের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে তালিকা থেকে বাদ পড়াদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। একই সঙ্গে অসম পুলিশের আর্জি, ‘গুজবে কান দেবেন না। কেউ কেউ মানুষের মধ্যে বিভ্রান্তি, অশান্ত বা গুজব ছড়ানোর চেষ্টা করবে। নাগরিকদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।’

প্রসঙ্গত, নাগরিকপঞ্জিতে নাম থাকতে হলে বাসিন্দাদের প্রমাণ করতে হবে তারা ১৯৭১ সালের ২৪ মার্চের আগে অসমে বসবাস করে আসছেন।

তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে বিশেষ করে মুলসমানদের নাগরিকত্ব হারিয়ে রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে তালিকা থেকে হিন্দু নাগরিকের নাম বাদ পড়ার আশঙ্কা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। বিজেপির শাসনকালেই হিন্দুরা  ‘দেশহীন’ হয়ে পড়বেন, এটা পদ্ম শিবিরে কাছে উদ্বেগের তো বটেই। ইতিমধ্যেই অসমের অনেক বিজেপি নেতা সেই আশঙ্কা-উদ্বেগের কথা বলেছেন।