Sunday, March 16, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গে এনআরসি হলে নাগরিকত্ব হারাবে অন্তত ২ কোটি মানুষ: দিলীপ ঘোষ

নয়াদিল্লি: সম্প্রতি অসমে এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। বিজেপি এখন জোরদারভাবে পশ্চিমবঙ্গের এনআরসি লাগু করার উদ্যোগ নিচ্ছে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্যে এনআরসি করার ঘোষণা দিলেন।

নয়াদিল্লিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে একটি আলোচনা সভায় দিলীপ ঘোষ বলেন, অসমের কায়দায় পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা হবে। তাতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকেরা এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।

এর আগে বুধবারও একই হুশিয়ারি দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। দিলীপ ঘোষ এদিন বলেন, অসমে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। তাতে প্রায় ২ কোটি মানুষ বাদ যাবে। দিলীপবাবুর মতে, বিদেশি নাগরিকেরা এসে রাজ্য তথা দেশের সম্পদ নষ্ট করছে, এটি রুখতেই রাজ্যে এনআরসি কার্যকর করা প্রয়োজন।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনআরসি রুখতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্তকে কটাক্ষ করেন দিলিপ ঘোষ। দিলিপবাবু বলেন, তাঁর এটা পুরোনো অভ্যাস। কিছু হলেই রাস্তায় নেমে পড়েন। বাড়িতে থাকতে পারেন না, সেই অভ্যাস বজায় রাখতেই তিনি রাস্তায় নামছেন। ২০২১ সালের পরে তো রাস্তাতেই নামতে হবে। তবে যেই রাস্তায় নামুক না কেন, পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর করা হবেই।