আমি বেঁচে থাকতে বাংলায় চালু হবে না এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল: মমতা
কলকাতা: ফের বাংলার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিল চালু হবে না বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যের মানুষের চিন্তা করার দরকার নেই, কেননা আমরা কখনই বাংলায় চালু হতে দেব না।
তবে এবারই প্রথম নয়, শুধু থেকেই এনআরসি ও নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খড়গপুরে সরকারি সভায় গিয়ে ফের একবার এনআরসি ও নাগরিকত্ব বিলের বিরুদ্ধে হুংকার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি। তাই কোনও প্ররোচনায় পা না দিতে সতর্ক করেন তিনি। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, অর্থনৈতিক মন্দা থেকে জনগণের দৃষ্টি সরাতেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিলটি সামনে এনেছে।
এদিকে, বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৯৩-৮২ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে লোকসভায়। এই বিলের উদ্দেশ্য হল- হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সিরা ভারতে এসে আশ্রয় নিলে তাঁদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।