এনআরসি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়, সাফ জানালেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর প্রধান
নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) রূপায়ণ এবং প্রয়োগ সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। রবিবার সাংবাদিক সম্মেলনে, এমনটাই জানালেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। রবিবার বিএসএফ জানিয়েছে, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক স্তরে ডিজি পর্যায়ের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসেন তিনি।
বৈঠকের ফাঁকে সাফিনুল ইসলাম বলেন, এনআরসির রূপায়ণ ও প্রয়োগ সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্কে খুব ভালো। সীমান্ত প্রহরায় দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে। ভারতে অনুপ্রবেশ যাতে না ঘটে তাতে নজর দেবে বিজিবি।
সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সংশোধিত নাগরিকত্ব আইন, মুসলিম অধ্যুষিত পড়শি দেশগুলো থেকে বিতাড়িত হয়ে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ত্ব দেবে। এ বিষয়ে আপনাদের অবস্থান কি? তবে এই প্রশ্নের জবাবে কোনও মন্তব্য করেননি তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সীমান্তে বিজিবির গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। সে ব্যাপারে বিজিবির অবস্থান কি? এই প্রশ্নের জবাবে সাফিনুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনাকাঙ্খিত এবং অপ্রত্যাশিত। তদন্ত চলছে, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।