Thursday, June 19, 2025
Latestদেশ

বাংলা তো বটেই, গোটা দেশেই হবে এনআরসি, ফের স্পষ্ট করলেন অমিত শাহ

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীকে এবার পাল্টা চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ফের স্পষ্ট করলেন, কোনও রাজ্য বাদ যাবে না। পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই এনআরসি চালু করা হবে।

একই সঙ্গে অমিত শাহ আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া সব উদ্বাস্তু হিন্দুই বিনা প্রশ্নে নাগরিকত্ব পাবেন। ২০২১ এর বিধাানসভা ভোটে বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। নাগরিকত্ব বিলকে সামনে রেখে সব উদ্বাস্তু হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দিয়ে তাঁদের ভোট ঝুলিতে পুরতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপি বলেছিল, আগে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে উদ্বাস্তু হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করা হবে, তারপরে এনআরসি কার্যকর করা। মূলত তৃণমূলের ভোট ব্যাঙ্কে ভাঙন ধরানোই গেরুয়া শিবিরের প্রধান লক্ষ্য। ২০১৯ লোকসভা ভোটের পর এবার বিধানসভা ভোটেও, সেটা ফের স্পষ্ট বুঝিয়ে দিলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় আসা সব উদ্বাস্তু হিন্দুই শর্তছাড়াই ভারতীয় নাগরিকত্ব পাবেন।

এদিকে, শুরু থেকেই এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, একতাই আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য। আমরা মানুষকে ভাগ করি না। কোনও বিভাজন নীতি নেই আমাদের। সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি বাংলায় প্রয়োগ হতে দেব না।

এ প্রসঙ্গে বিজেপি সমর্থিত সদস্য স্বপন দাশগুপ্ত রাজ্যসভায় বলেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি হবে না বলে দাবি করেছেন। উনি কি আটকাতে পারেন? জবাবে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই ওই আইন প্রয়োগ হবে। কেউ বাদ পড়বে না।