Sunday, June 22, 2025
Latestদেশ

NPR-এ ভুল তথ্য দিলে ১০০০ টাকা জরিমানা: স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের ডাকা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর ) সংক্রান্ত বৈঠকে পশ্চিমবঙ্গ বাদে উপস্থিত ছিল দেশের সব রাজ্যের প্রতিনিধিরাই। শুক্রবার হওয়া ওই বৈঠকে পশ্চিমবঙ্গ বাদে দেশের সব রাজ্যের প্রতিনিধিরাই উপস্থিত হন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানালো, এনপিআর প্রক্রিয়ায় অসহযোগিতা করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই সমীক্ষায় সরকারি কর্মীদের সঙ্গে সহযোগিতা না করলে ১,০০০ টাকা জরিমানা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, নাগরিকত্ব আইনের ১৭ নম্বর বিধিতে বলা হয়েছে, ভুল তথ্য দিলে এক হাজার টাকা জরিমানা ধার্য করার বিধান রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সম্প্রতি পরীক্ষামূলক ভাবে ৩০ লাখ মানুষের উপরে করা এনপিআর সমীক্ষায় ৭৩টি জেলায় ভালোই সাড়া পাওয়া গিয়েছে। ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ৮০ শতাংশ ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবে ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছেন মানুষ।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুইটে জানিয়েছেন, আধার, ভোটার পরিচয়পত্র, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্য তথা  কোনও নথিই দেওয়া বাধ্যতামূলক নয়। প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল সরকারি ভাবে শুরু হতে চলেছে এনপিআর প্রক্রিয়া।