Saturday, June 21, 2025
Latestদেশ

‘পাকিস্তানে চলে যাও’ মেরঠের এসপির মন্তব্যে ভুলের কিছু দেখি না: উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

মেরঠ: উত্তরপ্রদেশের মেরঠের পুলিশ সুপার অখিলেশ নারায়ণের ‘পাকিস্তান চলে যাও’ মন্তব্যে কোনও ভুল নেই। সাফ জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথে নামা বিক্ষোভকারীদের ‘পাকিস্তানে চলে যাও’ বলেই শুক্রবার হুমকি দিয়েছিলেন পুলিশ সুপার অখিলেশ নারায়ণ।

অখিলেশ নারায়ণের সেই হুমকির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। কংগ্রেস, সমাজবাদী পার্টি (সপা) যোগী প্রশাসনের বিরুদ্ধে সরব হয়। প্রিয়াঙ্কা গান্ধী বঢরার অভিযোগ, বিজেপি পুলিশকে সাম্প্রদায়িক করে তুলছে।


তবে এবার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য পুলিশ সুপার অখিলেশ নারায়ণের পাশে দাঁড়ালেন। সংবাদ সংস্থা এএনআইকে কেশব প্রসাদ মৌর্য বলেন, অখিলেশ নারায়ণ দেশের সব মুসলিমদের পাকিস্তান যেতে বলেননি। পাথর হাতে যারা পাকিস্তানের হয়ে স্লোগান দিচ্ছিল তাদেরকেই বলেছেন। যারা এই ধরনের কাজ করবে তাদের আর কি বা বলা যেতে পারে? এক্ষেত্রে এসপি অখিলেশ নারায়ণ কোনও ভুল কিছু বলেননি।

এ বিষয়ে এসপি অখিলেশ সিং জানিয়েছিলেন, পাকিস্তানের হয়ে “পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়া চলছে জানতে পেরেই আমরা ওই এলাকায় গিয়েছিলাম। পুলিশ যেতেই ওরা ছুটে পালায়। তখনই তিনি বলছিলেন, এদেশে থাকতে মন না চাইলে পাকিস্তানে চলে যাও।