Monday, June 16, 2025
Latestদেশ

অযোধ্যা রায়ে সন্তুষ্ট নই, খয়রাতির ৫ একর জমি আমাদের দরকার নেই: ওয়াইসি

হায়দরাবাদ: আমরা সুপ্রিম কোর্টের এই রায়কে সম্মান করি। তবে এতে আমরা সন্তুষ্ট নই। শনিবার অযোধ্যা মামলার রায় ঘোষণার পরে এ কথা বললেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হয়নি। জয় হয়েছে আস্থার।

এআইএমআইএম সুপ্রিমো বলেন, অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে তিনি সন্তুষ্ট না। সুপ্রিম প্রকৃতপক্ষে সর্বোচ্চ কিন্তু ভুলের ঊর্দ্ধে না। তিনি বলেন, রায়ে আমি সুন্তুষ্ট নই। তবে সংবিধানে আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের বৈধ অধিকার নিয়ে আমরা লড়াই করে যাব। দান করা পাঁচ একর জমি আমাদের দরকার নেই।


অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহমত হয়ে ওয়াইসি জানান, সুপ্রিম কোর্ট আমাদের যে ৫ একর জমি দিতে চেয়েছে, তা আমরা নিতে চাই না। ওয়াইসির দাবি, এমনি মানুষের কাছে চাইলেই আমরা ৫ একর জমি পেয়ে যাবে। সরকারি দানের প্রয়োজন নেই।

তাঁর বক্তব্য, আমরা আমাদের আইনি অধিকারের জন্য লড়ছি। আমাদের এতটা খারাপ দিনও আসেনি যে খয়রাতির জমি নিতে হবে। তবে মুসলিম বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটা তাঁদের সিদ্ধান্ত। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমাদের এই ৫ একর জমির প্রস্তাব খারিজ করা উচিৎ।