Monday, November 17, 2025
রাজ্য​

‘তৃণমূলের সঙ্গে কাজ করা সম্ভব নয়’, জানালেন শুভেন্দু

কলকাতা: মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারী সঙ্গে টানা প্রায় দু’ঘণ্টা বৈঠক করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর তৃণমূলের তরফে জানানো হয়, তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাতের বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই ভোল বদল শুভেন্দু অধিকারীর। বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায়কে এসএমএস করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, তৃণমূলের সঙ্গে কাজ করা সম্ভব নয়।

এসএমএসে শুভেন্দু অধিকারী লিখেছেন, আমার বক্তব্যের এখনও সমাধান করা হয়নি। সমাধান না করেই আমার ওপর সব চাপিয়ে দেওয়া হচ্ছে। রবিবার আমার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সাংবাদিক সম্মেলনে সব জানানোর কথা ছিল। কিন্তু তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন। মঙ্গলবার রাতের বৈঠকে আমাকে অনৈতিকভাবে ডাকা হয়েছিল। আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।

মান-অভিমান মেটাতে মঙ্গলবার রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে মধ্যস্থতাকারী সৌগত রায়ের পাশাপাশি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের ভোটকুশলী প্রশান্ত কিশোরও বৈঠকে ছিলেন। শুভেন্দুর সঙ্গে কথা বলেন মমতাও। তার পরেও বরফ গললো না।

গত ৩০ অক্টোবর শুভেন্দু জানান তিনি দলের শীর্ষ নেতৃত্বের একাংশের প্রতি অসন্তুষ্ট। এরপর তৃণমূলের ব্যানার-পতাকা ছাড়াই একের পর এক অরাজনৈতিক সভা করেন তিনি। মন্ত্রীত্ব ছাড়ার পর সেই জল্পনা আরও বাড়ে। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানের পর শুভেন্দু বিজেপিতে যেতে পারেন বলে জোর চর্চা শুরু হয় রাজ্য রাজনীতিতে। এবার বুধবার সৌগতবাবুকে করা শুভেন্দুবাবুর এসএমএস ঘিরে ফের জল্পনা তুঙ্গে উঠেছে।