প্রেমিকাকে গণধর্ষণ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত প্রেমিক মাহাবুর মিয়া
উত্তর দিনাজপুর: হায়দরাবাদের ছায়া রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কুমারগঞ্জে। গণধর্ষণ করে খুন করে কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে এক কিশোরীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে কুমারগঞ্জ থানার বেলখোড়ে রাস্তার কালভার্টে নীচে একটি আধপোড়া দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার।
ওই কিশোরীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় মৃতার ভাই বালুরঘাট পুলিশ মর্গে এসে দিদিকে চিহ্নিত করেন। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বাড়ি গঙ্গারামপুর এলাকায়। রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন ওই কিশোরী। তাঁর পরিবার জানিয়েছে, বন্ধুর বাড়িতে যাচ্ছি’ বলে বেরিয়েছিল ওই কিশোরী। আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে বেলখোড়ে রাস্তার কালভার্টে নীচ থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার করা হয়।
তদন্তের পর পুলিশ জানিয়েছে, মাহাবুর মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর। মাহাবুর মিয়ার নেতৃত্বেই রবিবার সন্ধ্যায় ওই নাবালিকাকে ডেকে নিয়ে দুই বন্ধুর সঙ্গে অত্যাচার চালায়। অন্য দুই বন্ধুর নাম হল গৌতম বর্মন ও পঙ্কজ বর্মন। লাগাতার গণধর্ষণের ফলে মৃত্যু হয় ওই নির্যাতিতার। এরপর পেট্রোল ঢেলে নির্যাতিতার দেহ জ্বালিয়ে দেয় তিন বন্ধু।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাহাবুর মিয়ার বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম এলাকায়। গৌতম এবং পঙ্কজের বাড়ি তপন থানার কৃষ্ণবাটি এবং মোশরাপাড়া এলাকায়। পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেছেন, এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের জন্য বলা হয়েছে। ময়না তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, এটি অত্যন্ত নৃশংস ঘটনা। এই ঘটনায় যেন হায়দরাবাদের ছায়া। মঙ্গলবার ওই পরিবারের সঙ্গে দেখা করতে যাব।