Wednesday, January 22, 2025
রাজ্য​

বাংলাদেশি সিম এবং নিষিদ্ধ ট্যাবলেটসহ বাগদা থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী মহিলা 

 কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার রহিমা খাতুন মন্ডল নামে এক মহিলা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বাংলাদেশি সিম কার্ড, ছয়টি ভারতীয় সিম কার্ড এবং কয়েকশো নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় সীমান্ত এলাকায় বেড়ে চলা অনুপ্রবেশ এবং বেআইনি কার্যকলাপ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

শনিবার রাতে রহিমা খাতুন একটি অটোতে চেপে বাগদা থেকে বনগাঁর নিজের বাড়ি ফিরছিলেন। হ্যালেঞ্চা বাজারের কাছে পুলিশের নাকা চেকিংয়ের সময় অটোটি থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখানেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং বাংলাদেশি সিম কার্ড।

তদন্তকারীরা জানিয়েছেন, বাংলাদেশি সিম কার্ড কীভাবে তাঁর কাছে এল এবং তিনি তা কোথায় পাচার করতে যাচ্ছিলেন, তা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই সিম কার্ডগুলি হয়তো জঙ্গি কার্যকলাপ বা অন্য কোনও বেআইনি চক্রে ব্যবহারের জন্য আনা হয়েছে।

সীমান্ত এলাকায় বেআইনি কার্যকলাপের আশঙ্কা

ভারত-বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরেই জাল পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড এবং মাদক পাচার চক্র সক্রিয়। এবার বাংলাদেশি সিম কার্ড উদ্ধারের ঘটনায় সীমান্তের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গোয়েন্দা সূত্রের দাবি, সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও ক্রমশ বাড়ছে।

পরিবার এবং চক্রের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে

ধৃত রহিমা খাতুনের বাড়ি বনগাঁ থানার চাঁদা রায়পুর এলাকায়। পুলিশ তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সন্দেহ করা হচ্ছে, তাঁর পরিবারের কেউ বা স্থানীয় কোনও চক্র এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের সন্ধান চলছে।

আদালতে তোলা এবং তদন্তের পরবর্তী ধাপ

রবিবার ধৃত মহিলাকে আদালতে তোলা হয়। বিচারক তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, এই সিম কার্ডগুলি কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

সীমান্ত নজরদারি আরও কঠোর করার প্রয়োজন

বিএসএফ এবং পুলিশের যৌথ তৎপরতায় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা থেকে স্পষ্ট, সীমান্ত এলাকায় বেআইনি কার্যকলাপ থামাতে আরও কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন।