Monday, June 16, 2025
Latestরাজ্য​

‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করবেন না, ফের রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকর

কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনকর ফের রাজ্য সরকারের উদ্দেশে ক্ষোভপ্রকাশ করলেন। রাজ্যপাল বললেন, কারওই ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত যেন থামছেই না। শনিবার রাজ্যপাল এক অনুষ্ঠানে জানান, লক্ষ্মণরেখা অতিক্রম না-করা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। লক্ষ্মণরেখা কারওই অতিক্রম করা উচিত নয়।

জগদীপ ধনকর বলেন, আমি কিছু বললেই তাতে রাজনৈতিক অর্থ খোঁজা হচ্ছে। রাজ্যপাল হিসেবে সংবিধান আমাকে যে এক্তিয়ার দিয়েছে, তা আমি মেনে চলতে বাধ্য। আমার যা করার কথা, আমি তা করবই। আর যা করার কথা নয় আমার, তা অবশ্যই করা উচিৎ নয়। তার মানে আমাদের কারও ‘লক্ষ্মণরেখা’ অতিক্রম করা উচিৎ নয়।

সম্প্রতি মুর্শিদাবাদে যাওয়ার জন্য রাজ্যপালের হেলিপকপ্টারের ব্যবস্থা করতে রাজি হয়নি রাজ্যের মমতা সরকার। রাজ্য সরকার জানায়, রাজ্যপালের জন্য চপারের অনুরোধ ‘অবাস্তব’ এবং ‘জনগণের অর্থের অপব্যবহার’। এর উত্তরে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, কিছু মানুষ অত্যন্ত বেশি কথা বলেন এবং উল্টো-পাল্টা বকেন।

এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যপালকে খাঁচায় রাখতে চাইছে তৃণমূল। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন জগদীপ ধনকর। তারপর থেকে রাজ্য সরকারের সঙ্গে প্রায়শই বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে।