Thursday, September 19, 2024
দেশ

মোদীর বাবা কে, প্রশ্ন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর! বেফাঁস মন্তব্য করায় ফের বিপাকে কংগ্রেস

নয়াদিল্লি:: ‘ডলার প্রতি টাকার দাম এতটাই পড়ে গিয়েছে, যে খুব শীঘ্রই মোদীর মায়ের বয়স ছুঁয়ে ফেলেছে।’ মধ্যপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাজ বব্বর। এবার প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তাঁর বাবাকে টেনে আনলেন আরেক কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিলাসরাও মুত্তেমওয়ার।

মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বলেন, রাহুল গান্ধীর পাঁচ পুরুষের নাম সবাই জানে। রাহুলের বাবার নাম রাজীব গান্ধী। রাজীব গান্ধীর মায়ের নাম ইন্দিরা গান্ধী। ইন্দিরার বাবার নাম পণ্ডিত জওহরলাল নেহরু। জওহরলালের বাবা মতিলাল নেহরু। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীকে কে চিনতেন? মোদীর বাবার নাম কি কেউ জানেন? মোদীর বাবার নাম কী? কেউ জানেন না তাঁর বাবার নাম। তাই তাঁর কোনও অধিকারই নেই কংগ্রেসের কাছে হিসেব চাওয়ার।

মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় মুত্তেমবরের মন্তব্যের জবাবে মোদী বলেন, আমরা কারও পরিবার সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করি না। তাঁদের পদের সমালোচনা করি। কিন্তু কংগ্রেস নেতারা কেন আমার মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন? আমার মায়ের পর বাবাকেও রাজনীতিতে টেনে এনেছেন তাঁরা। বাবা ৩০ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।

এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র টুইটারে মুত্তেমবরের মন্তব্যের ভিডিও পোস্ট করে লিখেছেন, এই ধরনের মন্তব্য কংগ্রেস নেতাদের পরিবারতান্ত্রিক মানসিকতারই পরিচয় দেয়।

প্রসঙ্গত, দিন কয়েক আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে প্রশ্ন করে বসেন। তিনি বলেন, ডলারের নিরিখে টাকা আজ এতটা নামছে যে আপনার মায়ের বয়সের কাছে পৌঁছে যাচ্ছে। তার পাল্টা প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী মরশুম চলছে। ওরা আমার বিরুদ্ধে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তবে কংগ্রেস যদি মনে করে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটূক্তি করে তাদের জামানত বেঁচে যাবে তাহলে ভুল করছে। গত ১৮ বছর ধরে ছাতি চওড়া করে কংগ্রেসের মোকাবিলা করেছি। আজ কংগ্রেস এত নীচে নেমে গিয়েছে যে আমার মাকে নির্বাচনী প্রচারে টেনে আনছে।

এর আগে প্রধানমন্ত্রীর জাত নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা সিপি জোশী। পরে রাহুল গান্ধীর নির্দেশে ক্ষমা চান সিপি জোশী। রাহুল বলেছিলেন, কোনওভাবেই কোউ আঘাত পান, কোনও জাতি আঘাত পান, এমন মন্তব্য করা যাবে না।