Sunday, March 16, 2025
দেশ

আগামী ২৫ বছরেও মোদীকে সরানোর মতো কোনো নেতা ভারতে নেই: শিব সেনা

মুম্বাই: ১৭তম লোকসভা নির্বাচনে ফের দেশজুড়ে বিজয়রথ ছোটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের বুঝিয়ে দিলেন জাতীয় রাজনীতিতে তিনি অপ্রতিরোধ্য! বিজেপির এই জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে শিব সেনা। শিবসেনার মতে, আগামী ২৫ বছরেও মোদীকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনও নেতা ভারতে নেই।

মোদীর অক্লান্ত পরিশ্রম ও অমিতের রণকৌশলের উপর ভর করে বিজেপি এবার একাই ৩০৩টি আসন পেয়েছে। এরপরই মোদীর প্রশংসায় পঞ্চমুখ সহযোগী দলগুলি। বিজেপির দীর্ঘদিনের সঙ্গী শিবসেনা মোদীর স্তুতি করে জানিয়েছে, ‘গোটা দেশ মোদীময়’।

শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের মতে, এনডিএ’র জয় বিরোধীদের গালে থাপ্পড় মেরেছে। ভোটের আগে বিরোধীরা রাফায়েল নিয়ে মোদীর বিরুদ্ধে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। সময় এসেছে সত্যিটাকে মেনে নেওয়ার। আর সত্যি এটাই যে মোদীর সমতুল্য কোনও নেতা এখন নেই। আজকের রায়ের পর পরিস্কার আগামী ২৫ বছর মোদীর বিকল্প কোনও নেতা উঠে আসবে না।

সঞ্জয় রাউত আরো জানান, গোটা দেশ মোদীর নেতৃত্বের উপর ভরসা রেখেছে। তাঁর নেতৃত্বেই দেশ আগামী পাঁচ বছর বিকাশের পথে এগিয়ে যাবে।

সঞ্জয় রাউতের দাবি, রাজস্তান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে এনডিএ জোট ভালো ফল করছে। উল্লেখ্য, এই রাজ্যগুলোতে সর্বশেষ বিধানসভা নির্বাচনে জিতেছিল কংগ্রেস।