Monday, June 16, 2025
Latestদেশ

অর্থনীতিতে নোবেল পেলেন বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

স্টকহোম: অমর্ত্য সেনের নোবেল জয়ের ২১ বছর পর ফের ইতিহাস গড়লেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিশ্ব জুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ নোবেল পাচ্ছেন ৫৮ বছরের অভিজিৎ। তিনি ছাড়াও অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এস্থার ডাফলো, মাইকেল ক্রেমার।

অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়ের জন্ম ভারতে হলেও তিনি বর্তমানে মার্কিন নাগরিক। ১৯৮১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পরে ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৮৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত।

অন্য দুই অর্থনীতিবিদের মধ্যে এস্থার ডাফলো হলেন ফরাসি-আমেরিকান এবং মাইকেল ক্রেমার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ৪৭ বছরের ডাফলো এমআইটি থেকে পিএইচডি করেন এবং ৫৫ বছরের মাইকেল ক্রেমার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।