Monday, November 17, 2025
রাজ্য​

প্রতীক্ষার অবসান, ট্রায়াল রান হল দক্ষিণেশ্বর মেট্রোর

দক্ষিণেশ্বর: প্রতীক্ষার অবসান হতে চলেছে। নতুন বছরেই শুরুতেই দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো চালু হতে পারে। মেট্রোর এক্সটেনসন একেবারে শেষ পর্যায়ে। বুধবার নতুন লাইনের ট্রায়াল রান শুরু হল। নোয়াপাড়ার পরে নতুন লাইনে বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশন দুটি যোগ হচ্ছে। ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন মেট্রো রেলের আধিকারিকরা।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকেই নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এটি চালু হলে, প্রতিদিন লাখ লাখ মানুষ উপকৃত হবেন এবং সহজেই দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। মেট্রো চালুর আগে নিরাপত্তা-সহ অন্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার সকালে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)-র তত্ত্বাবধানে, মেট্রোর অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে পরীক্ষামূলক ভাবে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চলাচল শুরু হল। বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন সিআরএস। মেট্রোর লাইন কতটা নিরাপদ, পরিষেবা চালু করতে গেলে কি কি সমস্যা হতে পারে। সে দিকটিও খতিয়ে দেখেন তিনি। সিআরএস সবুজ সংকেত দিলেই চালু হবে নতুন রুটে ট্রেন চলাচল।

উল্লেখ্য, কালীপুজোর আগে পরিষেবার শুভ করার কথা ছিল। তার জন্যে লকডাউনের মধ্যেও দ্রুত গতিতে লাইন পাতা, স্টেশন সাজানোর কাজ করা হয়েছিল। কিন্তু সিগন্যালিং ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম সময় মতো জার্মানি থেকে পৌঁছয়নি। তাতেই দেরি হয়ে যায়। সম্প্রতি ট্রেন প্রোটেকশন ওয়ার্নিং সিস্টেম (টিপিডব্লিউএস) বসানো শেষ হয়েছে। বাকি পরিকাঠামোর কাজ শেষ হতেই পরীক্ষামূলক ট্রায়াল শুরু হল।