Tuesday, June 24, 2025
Latestদেশ

CAA-তে কোনও স্থগিতাদেশ নয়, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে হওয়া ১৪৪টি মামলার শুনানিতে ধাক্কা খেল বিরোধীরা। বুধবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল, কেন্দ্রের বিবৃতি না শুনে সংশোধিত নাগরিকত্ব আইনের উপর স্থগিতাদেশ জারি করার কোনও প্রশ্নই নেই। কেন্দ্রীয় সরকারকে সিএএ নিয়ে বক্তব্য পেশ করতে ৪ সপ্তাহ সময় দিল শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি না পড়া পর্যন্ত সিএএ-তে স্থগিতাদেশ জারি করা যাবে না। প্রধান বিচারপতি বোবদে ছাড়া এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি সঞ্জীব খান্না।


সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, এই আইন সংক্রান্ত কোনও মামলা করা যাবে না। শীর্ষ আদালতে জমা পড়া ১৪৪টি আবেদনের অধিকাংশে নয়া এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া কিছু আবেদনে এই আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, জমা পড়া ১৪৪টি আবেদনের মধ্যে ৬০টি কেন্দ্রীয় সরকারের উদ্দেশে সরাসরি করা হয়েছে। অন্যদিকে, CAA বিরোধী শিবিরের আইনজীবী কপিল সিব্বল আপাতত সিএএ ও এনপিআর কার্যকরের উপর স্থগিতাদেশের আবেদন জানান।