Saturday, June 21, 2025
Latestদেশ

পশ্চিমবঙ্গেও নাগরিকত্ব আইন কার্যকর করা হবে, সাফ জানালেন মুখতার আব্বাস নকভি

হায়দরাবাদ: পশ্চিমবঙ্গ যেহেতু এই দেশেরই অঙ্গ তাই সেখানেও সংসদে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে, স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। ১০ জানুয়ারি থেকেই দেশজুড়ে নাগরিকত্ব আইন লাগু হয়েছে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।

সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি বলেন, সংসদে যে আইন পাশ হয় তা দেশের প্রতিটি রাজ্যকেই মেনে নিতে হবে। পশ্চিমবঙ্গ এ দেশেরই অঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইতিহাস পড়া এবং সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা। সংসদে পাশ হওয়া আইন প্রয়োগে বাধা দেওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। সংসদে পাশ হওয়া কোনও আইনকে কোনও রাজ্যই প্রয়োগ বাধা দিতে পারে না।


কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, এভাবে যাঁরা জাতিকে বিভ্রান্ত করছেন তাঁরা আসলে এই দেশে শান্তি ও সম্প্রীতি বিরাজ করতে দিতে চায় না। মুখতার আব্বাস নকভি বলেন, দেশের কোনও নাগরিকই নাগরিকত্বের বিষয়ে কোনও প্রশ্ন তুলতে পারেন না। নাগরিকত্ব আইনটি কেবলমাত্র ধর্মীয়ভাবে নিপীড়িতদের জন্যে আনা হয়েছে।

তিনি জানান, দেশে সমস্ত ভারতীয় মুসলিমদের নিরাপত্তা, সমৃদ্ধির ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কেউ কেউ এই দেশের জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তবে দেশের নাগরিকদের উচিত এই ধরণের মানুষদের আসল উদ্দেশ্য বুঝে নেওয়া বলেও জানান মুখতার আব্বাস নকভি।