Sunday, June 22, 2025
Latestদেশ

CAA লাগু না করলে সাংবিধানিক সংকটে পড়বে রাজ্য: কপিল সিব্বল

তিরুবনন্তপুরম: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস-সহ বিজেপি বিরোধীরা। তবে এবার CAA ইস্যুতে ভিন্ন সুর শোনা গেল কংগ্রেসের অন্দরেই। দলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিব্বল বলেন, সংসদে পাশ হওয়া এই আইন কার্যকরের ক্ষেত্রে কোনও রাজ্য অস্বীকার করতে পারে না।

শনিবার বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, কোনও আইন কার্যকরের ক্ষেত্রে অসম্মতি জানানো ‘অসাংবিধানিক’। এদিন কেরল লিটারেচার ফেস্টে ভাষণ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান এই আইনজীবী বলেন, সংসদে সিএএ পাশ হয়ে আইনে পরিণত হয়েছে, তাই এখন কোনও রাজ্য এই আইন অস্বীকার করতে পারে না।


কপিল সিব্বলের কথায়, এমনটা কখনই সম্ভব নয়। এটা অসাংবিধানিক। আপনি এই আইনের বিরোধিতা করতে পারেন। এর বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে কেন্দ্রকে আইন প্রত্যাহারের আবেদন পর্যন্ত করা যেতে পারে। কিন্তু আইন লাগু করব না, এ কথা কখনই বলা যায় না।

সিএএ বিরোধী রাজ্যগুলিকে তাঁর বার্তা, নয়া এই লাগুর ক্ষেত্রে অসম্মতি জানালে রাজ্যগুলিই সাংবিধানিকভাবে সংকটে পড়বে।  ফলে আরও সমস্যা সৃষ্টি হবে।