Friday, June 20, 2025
Latestদেশ

বন্দে মাতরম না বললে, ভারতে থাকার অধিকার নেই, হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর

সুরাট: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে গুজরাটের সুরাটে এক জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী মাঝারি, ছোট ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গি বলেন, যারা বন্দে মাতরম বলতে রাজি নয়, তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই। কারণ, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা ও জল দিলে দেশের কোনও উন্নতি হয় না। দেশের উন্নতি হয় নাগরিকদের দায়বদ্ধতা বৃদ্ধি পেলে। দেশের প্রতি তাঁদের ভালোবাসায়। সেটা না থাকলে কোনও লাভ নেই এদেশে থেকে।

প্রতাপ সারেঙ্গি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন কংগ্রেসের দ্বারা দেশভাগ করা পাপের প্রায়শ্চিত্ত করার একটি উপায়। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ৭০ বছর আগেই সিএএ বাস্তবায়ন করা উচিত ছিল। তিনি বলেন, রাজনীতিবিদরা ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ করেছিলেন।

দেশভাগের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের হিন্দুদের সংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে এবং সেদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। প্রতাপচন্দ্র সারেঙ্গি বলেন, সিএএ ৭০ বছর আগে কার্যকর হওয়া উচিত ছিল। সিএএ ধর্মের ভিত্তিতে দেশ ভাগের পাপের প্রায়শ্চিত্ত করার একটি উপায়।

প্রতাপচন্দ্র সারেঙ্গি বলেন, সিএএ তৈরির জন্য আমাদের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো। কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করে পাপ করেছিল এবং আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত করছি।