বিশ্বের কোনও শক্তি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আটকাতে পারবে না: রাজনাথ সিং
রাঁচি: অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, আগামী তিন মাসের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করা হবে। তিনি বলেন, বিশ্বের কোনও শক্তি আর অযোধ্যা রাম মন্দির নির্মাণ আটকাতে পারবে না। সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের পথ তৈরি করে দিয়েছেন। একই সঙ্গে মঞ্চে জয় শ্রীরাম ধ্বনিও দেন রাজনাথ সিং।
Defence Minister Rajnath Singh in Palamu: We always said that we will construct a grand Ram temple in Ayodhya. Now the way for its construction has been made clear and no power of the world can stop it. #Jharkhand pic.twitter.com/k27J35j6IZ
— ANI (@ANI) November 24, 2019
উল্লেখ্য, অযোধ্যা মামলার রায়ে বিতর্কিত জমি রাম মন্দির তৈরির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে, মসজিদ বানানোর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, অযোধ্যা রায় ঘোষণার পর থেকেই আসাউদ্দিন ওয়াইসি বিরোধিতায় সবর হয়েছেন। ওয়াইসির বিরোধিতায় উদ্বেগ বেড়েছে গেরুয়া শিবিরের। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ওয়েইসিকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কটাক্ষ করে বলেছেন, ওয়াইসি দ্বিতীয় জাকির নায়েক হয়ে উঠছেন।
এদিকে, শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজমি রাম মন্দির নির্মাণের জন্য ৫১ হাজার টাকা দান করবেন বলেও জানিয়েছেন। ওয়াসিম রিজমি বলেছেন, রাম জন্মভূমিতে এখন মন্দির বানানোর প্রস্তুতি চলছে। রাম আমাদের সবার পূর্বপুরুষ, মুসলিমদেরও। সেই কারণে ওয়াসিম রিজভি ফিল্মস-এর তরফে রামমন্দির নির্মাণে ৫১ হাজার টাকা দান করা হবে।