Monday, March 24, 2025
আন্তর্জাতিক

ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা

ওয়াশিংটন: ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ইসলামাবাদ থেকে ভারতীয় হাই-কমিশনারকে বহিষ্কার করার জেরে এবার পাকিস্তানকে সতর্ক করল আমেরিকা। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা জানিয়েছে, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আগে পাকিস্তানের উচিৎ নিজের দেশে চলা জঙ্গি কার্যকলাপ বন্ধ করা।

কাশ্মীর নিয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়নি, এ বিষয়ে ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আবেদন জানায় আমেরিকা। কাশ্মীর নিয়ে আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে “না”, এমনটাই উত্তর দিয়েছিলেন মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র মর্গান ওরটাগুস।

কাশ্মীর বিষয়ে মার্কিন নীতিটি হল এই বিষয়টি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এবং সেখানে শান্তি বজায় রাখতে দুই দেশই ঠিক করবে আলোচনা কোন দিকে এগোবে। আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র একথাও বলেন, যদি কাশ্মীর নিয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হয়েও থাকে তবে আমি অবশ্যই সেটা এখানে ঘোষণা করতাম না, তবে না, তেমন কিছু নেই। তিনি বলেন, কাশ্মীর বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়টিই সমর্থন করে আমেরিকা।

মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে আমরা সব পক্ষকেই শান্ত থাকা ও সংযম রক্ষার জন্য আহ্বান জানিয়েছি। আমরা শান্তি ও স্থিতিশীলতা তৈরি করতে চাই এবং আমরা অবশ্যই চাইব কাশ্মীর নিয়ে পাকিস্তানের  উদ্বেগের বিষয়ে ভারত ও পাকিস্তান আলোচনায় বসুক।

প্রসঙ্গত, সোমবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটানো ও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল – জম্মু ও কাশ্মীর ও লাদাখে বিভক্ত করার বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।