Wednesday, November 19, 2025
দেশ

বিহারের ইতিহাসে প্রথম, নীতীশ কুমারের মন্ত্রিসভায় নেই কোনও মুসলিম মুখ

পাটনা: সোমবারই সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ১৩ জন। যাদের মধ্যে দু’জন উপমুখ্যমন্ত্রী-সহ ৭ জনই বড় শরিক বিজেপির বিধায়ক। মুখ্যমন্ত্রী-সহ ৫ জন জেডিইউ-র সদস্য। তবে বিহারে নীতীশ কুমারের মন্ত্রিসভায় নেই কোনও মুসলিম মুখ।

সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে ১২৫টি আসন পেয়ে জয়লাভ করেছে এনডিএ। ১২৫ জন বিধায়ক। ১৪ জন মন্ত্রী। মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে দলিত, যাদব, ভূমিহারা, ব্রাহ্মণ, রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিদের। তবে নীতীশ কুমারের মন্ত্রিসভায় একজনও মুসলিম মুখ নেই। ভারতের স্বাধীনতার পর থেকে বিহারের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ছোট শরিক হাম ও ভিআইপি মন্ত্রিসভায় একটি করে জায়গা পেয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপি, জিতেন রাম মানঝির হাম এবং মুকেশ সাহানির ভিআইপি একজন মুসলিম প্রার্থীকেও টিকিট দেয়নি। নীতীশের জেডিইউ ১১ জন মুসলিম প্রার্থী দাঁড় করালেও, কেউ ভোটে জিততে পারেননি।

গত বিহার বিধানসভা নির্বাচনে ২৪ জন মুসলিম বিধায়ক ছিলেন। এবার সেই সংখ্যাটা কমে ১৯ জন। এর মধ্যে আরজেডির ৮ জন, কংগ্রেসের ৪ জন, বামেদের একজন, মিম-এর ৫ জন এবং মায়াবতীর বিএসপির একজন মুসলিম বিধায়ক রয়েছেন। প্রসঙ্গত, বিহারের মোট জনসংখ্যার ১৭ শতাংশ মুসলিম।