কেবল অসম নয়, গোটা দেশে থেকেই অবৈধ অনুপ্রবেশকারী তাড়ানো হবে: অমিত শাহ
গুয়াহাটি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অসমের পর এবার দেশের বাকি অংশ থেকেও অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানো হবে। সোমবার অসমের গুয়াহাটিতে অনুষ্ঠিত নর্থ-ইস্ট কাউন্সিলের ৬৮তম প্লেনারি সেশনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্র প্রত্যেক অবৈধ অনপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে ছুঁড়ে ফেলে দেবে।
অমিত শাহ বলেন, সমস্ত দেশই নাগরিকপঞ্জি নিয়ে ভয় পাচ্ছে। অসম মনে করছে নাগরিকপঞ্জি ভুল। ছোট রাজ্যগুলি ভাবছে সেখানেও এমন হবে। আমি আপনাদের নিশ্চিত করছি, কেবল অসম নয়, আমরা চাই গোটা দেশ থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। আমরা একটা প্ল্যান রেডি করে ফেলেছি। আমরা সব রাজ্যেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনব।
পাশাপাশি অমিত শাহ জানান, কেন্দ্রীয় সরকারের কোনও পরিকল্পনা নেই সংবিধানের ৩৭১ ধারা বাতিল করে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার। তিনি সাফ বলেন, ৩৭০ ও ৩৭১ ধারার মধ্যে কোনও সম্পর্ক নেই। নাগরিক বিল ৩৭১ ধারায় কোনও সমস্যা তৈরি করবে না।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে সেখানকার স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর নাগাল্যান্ডের মতো উত্তর-পূর্বের রাজ্যে আশঙ্কা তৈরি হয়েছে সেখানকার ৩৭১ ধারা নিয়ে। এদিন অমিত শাহ সাফ জানিয়ে দিলেন, ৩৭১ ধারা বাতিল করার মতো কোনও প্রস্তাব আনবে না সরকার।