NPR-এর জন্য লাগবে না কোনও নথি বা বায়োমেট্রিক, সাফ জানালো স্বরাষ্ট্র মন্ত্রক
নয়াদিল্লি: জাতীয় জনসংখ্যা রেজিস্টারের (এনপিআর) জন্য দেশের কোনও রাজ্যের নাগরিকদেরই কোনও নথিপত্র দেখাতে হবে না। এমনকি তাঁদের বায়োমেট্রিকও সংগ্রহ করা হবে না বলে সাফ জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে, জাতীয় জনসংখ্যা রেজিস্টারের জন্যে শুধু কয়েকটি প্রশ্ন সম্বলিত একটি ফর্ম ফিলাপ করলেই হবে।
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কোনও নথি বা বায়োমেট্রিক লাগবে না। NPR আসলে NRC, সেই বিভ্রান্তি দূর করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও সাফ ঘোষণা করল, এনপিআরের উদ্দেশ্য হল শুধুমাত্র নাগরিকদের বিস্তারিত পরিচয় সংক্রান্ত তথ্যপঞ্জি তৈরি করা।
পশ্চিমবঙ্গ ও কেরল এনপিআরের কাজ বন্ধ রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, এনপিআর আসলে বাংলায় সুকৌশলে NRC করারই প্রথম পদক্ষেপ। তাই এনপিআরের কাজে আপত্তি জানিয়ে তা বন্ধ রেখেছে মমতা সরকার। ১৭ জানুয়ারি এনপিআর নিয়ে বৈঠকে বসছে কেন্দ্র। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, ওই বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি যোগ দেবে না।
প্রসঙ্গত, ইউপিএ সরকারের আমলে ২০১১ সালের আদমশুমারির কাজ চলাকালীন এনপিআরের জন্য তথ্য সংগ্রহ করা হয়। ২০১৫ সালে তথ্য আপডেট করা হয়েছিল।