Friday, June 20, 2025
Latestদেশ

উত্তরপ্রদেশে ৩৩৫০ টন সোনা মেলার খবর ভুয়ো, জানাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

লখনউ: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় ৩৩৫০ টন সোনার সন্ধান মেলার খবর ভুয়ো। এমনটাই জানিয়ে দিল ভারতীয় ভূতাত্বিক সর্বেক্ষণ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। গত বৃহস্পতিবার প্রশাসনিক জেলা খনি দফতর জানিয়েছিল, সোনভদ্রের দুটি জায়গায় খননকার্যের পর মাটির তলা থেকে প্রায় ৩৩৫০ টন সোনার তাল উদ্ধার করা হয়েছে।

এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় গোটা দেশ জুড়ে। গোটা দেশের কাছে এই মুহূর্তে ৬২৬ টনের কাছাকাছি সোনা রয়েছে। আর খবর মেলে সোনভদ্র জেলার দুই জায়াগায় রয়েছে ৩৩৫০ টন সোনা। অর্থাৎ ৩৩৫০০ কিলো সোনা। সেই দিক থেকে, এই বিপুল পরিমাণ গোটা দেশের সংরক্ষিত সোনার পাঁচগুন।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে, উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায় ৩৩৫০ টন সোনার খোঁজ মেলার খবরটি ঠিক নয়। তাঁদের কাছে তেমন কোনও খবর নেই।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সোনভদ্র জেলায় সোনার খোঁজে ১৯৯৮ – ২০০০ সাল পর্যন্ত পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, সেখানে টন প্রতি খনিজে গড়ে ৩.০৩ গ্রাম করে সোনা রয়েছে। তা থেকে মোট ১৬০ কিলোগ্রাম সোনা পাওয়া যেতে পারে।