২০১৯-এ প্রতিপক্ষ নেই, ৩০০টির বেশি আসন পাবে এনডিএ: মোদী
নয়াদিল্লি: গেরুয়া ঝড়ে ২০১৯ এর লোকসভা নির্বাচনে আর কোনও প্রতিপক্ষ থাকবে না। ফের একবার দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দলের জয় নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জানিয়ে দিলেন, এনডিএ এবার ৩০০ এর বেশি আসন জিতে ফের সরকার গড়বে।
রিপাবলিক ভারতের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে মোদী নিজের ‘মন কি বাত’ বলেন। তিনি বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা বলছে ২০১৪ লোকসভা নির্বাচনের থেকে এনডিএর আসন সংখ্যা বাড়বে এবার।
মোদীর কথায়, আগে মানুষের মনে মোদীকে নিয়ে কিছু সন্দেহ ছিল। গত পাঁচ বছরে দেশবাসী দেখেছে, দেশের নিরাপত্তা, গরিবদের উন্নয়ন ও অন্যান্য নানা ইস্যুতে মোদী সরকার দেশের জন্য কী করেছে। বিজেপি ফের একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।
মোদী বলেন, ২০১৪-র থেকে বেশি ভোটে এবং সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় জিতবে। আগেরবার যেসব জায়গায় আমাদের সংগঠন দুর্বল ছিল এবার সেখানে মানুষ আমাদের শক্তিশালী করে তুলবে।