ব্যালট পেপারে “না”, মমতার দাবি উড়িয়ে বললেন মুখ্য নির্বাচন কমিশনার
কলকাতা: মমতা বন্দ্য়োপাধ্যায়ের ইভিএম-এর বদলে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি নাকচ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। শনিবার সুনীল অরোরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম-এর বদলে ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবি খারিজ করে বলেছেন, পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
সুনীল অরোরা বলেন, সুপ্রিম কোর্ট বারংবার ব্যালট পেপার ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধেই রায় দিয়েছে। আমরা ব্যালট পেপারের যুগে ফিরে যেতে চাইছি না। সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে যে ব্যালট পেপারগুলি আমাদের অতীতের ঘটনা হয়ে গেছে।
লোকসভা নির্বাচনের আগে থেকেই ইভিএমে কারচুপির অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। আর লোকসভা ভোট মিটতেই ব্যালট পেপারে ভোট ফিরিয়ে আনার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর এই দাবি খারিজ করে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের কথায়, ব্যালটে ভোট নৈব নৈব চ।
জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে অরোরা বলেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রকের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার অপেক্ষায় রয়েছি।