চিদাম্বরমের জামিন নাকচ করল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি: ফের ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, বলে আশঙ্কাপ্রকাশ করে আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে চিদাম্বরমের জামিন মঞ্জুর করল না দিল্লি হাইকোর্ট। প্রভাবশালী হওয়ার কারণে তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে থাকা উচিত বলে জানিয়েছে হাইকোর্ট।
দিল্লি হাইকোর্ট জানিয়েছে, তথ্যপ্রমাণ নষ্ট করার কোনও সুযোগ নেই, তবে সম্ভাবনা রয়েছে, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন কংগ্রেস নেতার চিদাম্বরম। চিদাম্বরমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। গত আগস্টে তাঁকে গ্রেফতার করে সিবিআই।
আগামী ৩ অক্টোবর পর্যন্ত চিদাম্বরমকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর আগে আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় দিল্লি হাইকোর্ট চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
বর্ষীয়ান এই কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি। বিনিময়ে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বড় অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া। যদিও চিদাম্বরম ও তাঁর ছেলে কার্তি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৭ সালের ১৫ই মে চিদাম্বরমের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।