Sunday, March 16, 2025
Latestদেশ

খেতে দেইনি, অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে: লালুপ্রসাদ যাদবের পুত্রবধূ

পাটনা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পুত্রবধূ ঐশ্বর্য রাই রবিবার তাঁর শ্বশুরবাড়ি সম্পর্কে ক্ষোভ উগরে দিলেন। অবশেষে পুলিশের মধ্যস্থতায় শ্বশুর বাড়ি ঢোকার অনুমতি পেলেন তিনি। ঐশ্বর্য লালুপ্রসাদ যাদবের বাড়ির বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং তাঁর শ্বশুরবাড়ি সম্পর্কে নানা অভিযোগ তুলতে থাকেন।

ঐশ্বর্য রাই তাঁর শাশুড়ি রাবড়ি দেবীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁর শাশুড়ি রাবড়ি দেবী তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি ননদ মিসা ভারতী সম্পর্কেও অভিযোগ এনে তিনি জানান, তাঁদের দাম্পত্যের ভাঙনের পিছনে মিশা ভারতীর ভূমিকা রয়েছে। লালুপ্রসাদের মেয়ে মিসা ভারতীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন ঐশ্বর্য। শ্বশুরবাড়িতে থাকাকালীন সময় বাড়ির পুরুষ পরিচারককে দিয়ে তাঁকে তাড়া করা হয়েছে বলে রাবড়ি দেবীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঐশ্বর্যা।

যদিও লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা যাদব তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আমাকে অকারণে এই বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে, কেননা আমি এখানে থাকিই না। কিন্তু এটা স্বাভাবিক যে, স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা হলে ননদকে টেনে আনা হয় তার মধ্যে। আপনারা দেখবেন, গত তিন-চার মাসে আমি পাটনায় বড়জোর তিন-চার বার এসেছি। এবং তাও আদালতের মামলার কারণে। সুতরাং আমার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে লালুপ্রসাদের ছেলে তেজ প্রতাপ যাদবের সঙ্গে বিয়ে হয় ঐশ্বর্য রাইয়ের। কিন্তু ২০১৮ এর নভেম্বর মাসেই বিবাহ বিচ্ছেদের মামলা রজু করেন তেজ প্রতাপ। স্বামী বাড়ি ছেড়ে চলে গেলেও শ্বশুরবাড়িতে বসবাস করতে থাকেন ঐশ্বর্যা। কিছু দিন আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল।