Wednesday, April 23, 2025
দেশ

২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজে কি কি থাকবে, বিকাল ৪টায় জানাবেন সীতারামন

নয়াদিল্লি: টানা লকডাউনের জেরে বেহাল দশা অর্থনীতির। ঘুরে দাঁড়াতে মঙ্গলবার রাত ৮ টার ভাষণে স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার বিকাল ৪টায় সাংবাদিক সম্মেলনে এই আর্থিক প্যাকেজ নিয়ে বিস্তারিত হিসাব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সূত্রের খবর, গরীবদের আর্থিক সাহায্য ও শিল্পের জন্য ক্রেডিট গ্যারান্টির কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। পাশাপাশি, কৃষি, বিমা, ব্যাঙ্কিং ও বিদ্যুৎ ক্ষেত্র নিয়েও বড় কিছু ঘোষণা করতে পারেন নির্মলা সীতারামন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণার জেরে হয়েছে চাঙ্গা বাজার।

অর্থমন্ত্রী বিমায় এফডিআইয়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণাও করতে পারেন। একই সঙ্গে ব্যাঙ্কে কমবে সরকারের অংশিদারী। শ্রম সংস্কার নীতিও অবলম্বন করা হবে বলে মনে করা হচ্ছে। ছোটো ও বড় সংস্থাদের পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের গ্যারান্টি দেবে সরকার।

রাজ্যগুলিকে অর্থনৈতিক পরিকল্পনায় আর্থিক স্বাধীনতা দেওয়া হতে পারে। পাশাপাশি, রাজ্যগুলিকে কৃষি ও বিদ্যুৎ শিল্পে সংস্কার করতে বলা হতে পারে। রাজ্যগুলিকে শর্তসাপেক্ষ অতিরিক্তি টাকা ধার করারও পথ প্রশস্ত করে দিতে পারে সরকার। পরিযায়ীদের জন্য খাদ্য, অর্থ ও অন্যান্য সুবিধার কথাও ঘোষণা করতে পারেন তিনি। আপাতত দেশবাসী তাঁকিয়ে রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণার দিকেই।