Sunday, June 22, 2025
Latestদেশ

নির্ভয়ার ধর্ষকরা জেলের মধ্যেও ২৩ বার ভেঙেছে নিয়ম

নয়াদিল্লি: ২২ জানুয়ারি ফাঁসির দিন নির্ধারণ করা হয়েছে দিল্লির নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর। এই মুহূর্তে জেলবন্দি রয়েছে তারা। তবে জেলের মধ্যে ৪ আসামি খুব একটা শান্তশিষ্ট ছিল না তা জানা যাচ্ছে তিহার জেল কর্তৃপক্ষ সূত্রে।

কারাগারকে বলা হয়ে থাকে সংশোধনাগার। কারাবাসের পরে নিজেকে শুধরে সমাজের মূলস্রোতে ফেরত আসার নিদর্শনও রয়েছে সমাজে বহু। কিন্তু এসবের কিছুই খাটেনি নির্ভয়ার চার ধর্ষকের ক্ষেত্রে। নিজেদের শুধরোনো দূরের কথা, উল্টে তারা জেলে থাকাকালীন ২৩ বার বিধিভঙ্গ করেছেন।

জানা গেছে, নির্ভয়াকাণ্ডে ৪ দোষী জেলে থাকাকালীন ২৩ বার সেখানকার বিধিভঙ্গ করেছে। জেলবন্দি অবস্থায় কাজের জন্য তারা মজুরি হিসাবে প্রায় ১ লাখ ৩৭ হাজার টাকা আয় করে।

একাধিক সূত্রের খবর, গণধর্ষণ ও নির্ভয়াকে খুনে দোষী এই ৪ জেলবন্দিকে কেউ এখনও অনুশোচনা করতে দেখেনি। তবে মৃত্যু ভয় তাদের নিঃসন্দেহে ছিল। ফাঁসির সাজা ঘো৷ষণার পর এরা একাধিকভাবে তা রদের জন্য চেষ্টা করেছে তারা।

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের এক ছাত্রীকে গণধর্ষণ করে ৬ যুবক। গণধর্ষণ ও খুনের অভিযোগে অক্ষয় ঠাকুর সিং, মুকেশ, পবন গুপ্তা এবং বিনয় শর্মার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লির আদালত। ২২ জানুয়ারি সকাল ৭টায় মৃত্যুদণ্ড দেওয়ার কথা তাদের।