নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলাতে তিহার জেলে পৌঁছলেন পবন জল্লাদ
নয়াদিল্লি: নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি কার্যকর হতে আর বাকি মাত্র কয়েক ঘন্টা। নির্ভয়ার ৪ ধর্ষকদের ফাঁসিতে ইতিমধ্যে তিহার জেলে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। পবন জল্লাদ বৃহস্পতিবারই পৌঁছেছেন তিহার জেলে। ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার চার ধর্ষক বিনয় শর্মা, মুকেশ সিং, পবন গুপ্তা ও অক্ষয় সিংকে।
তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার জেলে প্রবেশের পর নির্ভয়ার চার ধর্ষককে ফাঁসি দিয়ে তবেই জেল থেকে বের হবেন পবন জল্লাদ। শুক্রবার দোষীদের সামনে ওদের ওজনের সমান ওজনে তৈরি পুতুলকে ফাঁসি দিয়ে দড়ির শক্তি পরীক্ষা করেন তিনি।
শনিবার ভোর ৬টায় ফাঁসিতে ঝোলানোর আগে জোরকদমে চলছে ফাঁসির প্রস্তুতি। ফাঁসির দড়ি নরম রাখতে নিয়মিত চলছে কলা ও মাখন মাখানো। নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে চেয়ে আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন মেরঠের বাসিন্দা ৫৪ বছর বয়সী পবন জল্লাদ। স্বাধীনতার আগে থেকে এই পেশায় রয়েছে তাঁর পরিবার।
পবন জানিয়েছিলেন, যাদের সারা দেশ ফাঁসিতে ঝুলতে দেখতে চায় তাদের ফাঁসি দিতে পারলে আমি গর্বিত হব। তিনি মনে করেন, অন্যদের শিক্ষা দিতে ওদের মতো লোকেদের ফাঁসিই দিতে হবে। মৃত্যুদণ্ড হলেই অপরাধ কমবে। কারণ, যাবজ্জীবন সাজা দিলে ওরা বেরিয়ে এসে ফের অপরাধ করার সুযোগ পাবে।