Sunday, June 22, 2025
Latestদেশ

নির্ভয়ার ধর্ষকদের প্রাণভিক্ষার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ৪ দোষীর ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। এর আগে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট দোষীদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছিল। ২২ জানুয়ারি সকাল ৭টায় চার ধর্ষকের ফাঁসির দিন ঘোষণা করে জেল প্রশাসন।

সুপ্রিম কোর্ট ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ায় আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসিতে ঝুলবে নির্ভয়ার ৪ ধর্ষক মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয়কুমার সিং। প্রাণরক্ষার শেষ চেষ্টা হিসাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল দোষী সাব্যস্ত ধর্ষক বিনয় শর্মা ও মুকেশ সিং। তবে মঙ্গলবার ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত।

এদিন সুপ্রিম কোর্টে প্রাণরক্ষার আবেদন খারিজের পর নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা প্রার্থনার আর কোনও আইনি পথ খোলা রইল না। বজায় থাকলো ফাঁসির আদেশ। বিচারপতি এনভি রামানার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেন।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির রাস্তায় চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন ২৩ বছরের এক তরুণী। ধর্ষণের পর তরুণীর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নির্যাতন চালায় পিশাচরা। ২৯ ডিসেম্বর মৃত্যু হয় ওই তরুণীর। গোটা দেশ রাগে, ক্ষোভে গর্জে উঠেছিল এমন অমানুষিক বর্বরতার বিরুদ্ধে। অবশেষে ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসিতে ঝুলবে নির্ভয়ার ৪ ধর্ষক।