শহিদ স্বামীর কফিন জড়িয়ে বলেছিলেন ‘ভালোবাসি তোমায়’, সেনায় যোগ দিলেন স্ত্রী
নয়াদিল্লি: ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন মেজর বিভূতি শঙ্কর দৌন্ডিয়াল। নিকিতার সঙ্গে বিয়ের তখনও এক বছর হয়নি। ভালোবাসা দিবসের দিনেই শহিদ হন তাঁর স্বামী। কিন্তু ভেঙে পড়েননি নিকিতা কৌল। স্বামীর নামে শপথ নিয়েছিলেন তিনি।
গোটা দেশ দেখেছিল সদ্য স্বামীহারা এক নারীকে কফিনের সামনে দাঁড়িয়ে। সেদিনই নিকিতা শপথ করেছিলেন স্বামীর আদর্শেই দেশসেবা করবেন তিনি। স্বামীকে শ্রদ্ধা জানাতে ভারতীয় সেনাবাহিনীর শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন ২৮ বছরের নিকিতা। ইন্টারভিউতেও টিকে যান। এখন অপেক্ষা শুধু মেরিট লিস্ট আসার। সব ঠিক থাকলে প্রয়াত স্বামীর মতোই সেনায় ‘ক্যাডেট’ হিসেবে যোগ দেবেন তিনি। বলে উঠবেন, আই অ্যাম নিতিকা কৌল, ক্যাডেট, ইন্ডিয়ান আর্মি।
বর্তমানে বাবা-মায়ের সঙ্গে দিল্লিতে থাকেন নিতিকা। তিনি জানান, শাশুড়িই তাঁকে সবচেয়ে বেশি মনোবল জুগিয়েছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যপারে। নিকিতা জানান, স্বামীর মৃত্যুর খবর পেয়ে দুনিয়াটা ভেঙে পড়েছিল তাঁর। কিছুই ভালো লাগত না। বাইরে বেরোতেন না। আস্তে আস্তে বুঝিয়েছি নিজেকে।
নিতিকা জানান, সেনায় যোগ দেওয়াটাই স্বামীর প্রতি প্রকৃত শ্রদ্ধাজ্ঞাপন হবে। আমি নতুন জিনিস শিখতে চাই। কারণ এটা আমার জন্য এটা বড় পরিবর্তন। কর্পোরেট চাকরিতে অভ্যস্ত ছিলাম আমি। সেখান থেকে সুরক্ষা বাহিনীতে যোগ দেব।