Sunday, July 21, 2024
দেশ

জম্মু-কাশ্মীরে গ্রেফতার এক জইশ জঙ্গি

শ্রীনগর: জইশ সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এনআইএ। ২০১৭-এর দক্ষিণ কাশ্মীরে সেনা সিআরপিএফ ছাউনি হামলায় এর হাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ৩৫ বছরের সৈয়দ হিলাল আন্দ্রাবিকে গ্রেফতারের পর পুলওয়ামা আদালতে পেশ করা হয়েছে। আপাতত পাঁচ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন আন্দ্রাবি।

ধৃত জইশ জঙ্গির বিরুদ্ধে ২০১৭ সালে লেথপোরায় সিআরপিএফের উপর সন্ত্রাসবাদী হামলা চালানোর অভিযোগ রয়েছে। ৩৬ ঘণ্টার টানা গুলি চালাচালিতে তিন জইশ জঙ্গির মৃত্যু হয়েছিল। ২০১৭-র লেথপোরা হামলায় ৫ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তারপর থেকেই কাশ্মীর পুলিশের খাতায় ফেরার ছিল আন্দ্রাবি।

এনআইএ সূত্রে খবর, ২০১৭-র লেথপোরা হামলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আন্দ্রাবির। লেথপোরায় সিআরপিএফের উপর সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত হিসেবে এই নিয়ে ৪জনকে গ্রেফতার করা হল।