নির্ভয়া ধর্ষণ মামলার চার দোষীর ফাঁসি সরাসরি টিভিতে দেখানোর দাবি
নয়াদিল্লি: ২০১২ সালে নির্ভয়া গণধর্ষণ মামলার চার দোষীর ফাঁসি সরাসরি সম্প্রচারের দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চিঠি লিখল একটি এনজিও। দিল্লির একটি আদালত জানিয়েছে, ২২ জানুয়ারি সকাল ৭টায় ফাঁসি হবে নির্ভয়ার চার ধর্ষকের। ওই দিন চার জনকে ফাঁসিতে ঝোলানো হবে।
পিপল এগেনস্ট রেপস ইন ইন্ডিয়ার (PARI) প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী যোগিতা ভায়ানা চিঠিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকরকে বলেছেন, আবেদন জানাচ্ছি, দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াকে অনুমতি দিন যাতে তারা ২২ জানুয়ারির ফাঁসির সকল প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করতে পারে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির নির্ভয়া গণধর্ষণ মামলায় দোষী বিনয়, পবন, অক্ষয় ও মুকেশের মৃত্যুদণ্ড পরোয়ানা জারি হয়ে গিয়েছে। ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে দোষীদের ফাঁসির সাজা কার্যকর করা হবে।
চার দোষী বিনয়, পবন, অক্ষয় ও মুকেশেকে রাখা হয়েছে পৃথক পৃথক সেলে। প্রতি মুহূর্তে তাদের উপর চলছে নজরদারি। দিনে দু’বার করে হচ্ছে মেডিক্যাল চেক আপ। জানা গেছে, ফাঁসির আগে শেষবারের মতো পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ পাবে তারা।