২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পরে দুর্গাপুজো
কলকাতা: আগামী বছর মহালয়ার ৩৫ দিন পর উদযাপিত হবে দুর্গাপুজো। ২০২০ সালে মহালয়া পড়েছে ১৭ সেপ্টেম্বর। আর ষষ্ঠী পড়েছে তার ঠিক ১ মাস ৫ দিন পর, ২২ অক্টোবর। প্রসঙ্গত বলে রাখি, মহালয়ার ঠিক ৭ দিনের মাথায় মহাসপ্তমী হয়ে থাকে। মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। দুর্গা পুজো পিছিয়ে গেলে স্বভাবতই পিছিয়ে যাবে লক্ষ্মীপুজো ও কালীপুজোও।
আগামী বছর দুটো অমবস্যা একমাসে পড়ায় আশ্বিন মাস মল মাস। ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে চলে গেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস, দুই পঞ্জিকা মতেই এটা হতে চলেছে।
গুপ্ত প্রেস পঞ্জিকার ব্যবস্থাপক ও গণক পুলক কুমার ভট্টাচার্য জানিয়েছেন, মহালয়ার ৭ দিনের মাথায় সাধারণত দুর্গাপুজোর সপ্তমী হয়ে থাকে। ২০১৯ সালের পুজোতেও তাই হচ্ছে ৷ তবে আগামী বছর দ্বিতীয় অমাবস্যা শেষ হবে ১৭ অক্টোবর ২০২০। সেই সময় থেকেই শুরু হবে দেবীপক্ষ। এর আগে ১৯৮২ ও ২০০১ সালেও এমন ঘটনা ঘটেছে। মহালয়ার ৩৫ দিন বাদে সপ্তমীর পুজো হয়েছে।
একই মাসে দু’টি অমবাস্যা তিথি পরলেও সেটিকে মলমাস বলা হয়। ‘মল’ শব্দের অর্থ অশুভ। তাই এই মাসকে বর্জিত হিসেবে হিন্দু ধর্মের কোনও পূজা বা শুভ অনুষ্ঠান যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি হয় না। তবে শ্রাদ্ধ বা সপিণ্ডকরণ করা যায়।