Sunday, June 22, 2025
Latestদেশ

রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই ছিল না: মোদী

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয়তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধারেকাছে কেউ নেই। গ্রামের সামান্য চা-ওয়ালা থেকে রাজনীতির ময়দানে সাফল্যের শীর্ষে উঠে এসেছেন তিনি। এহেন সাফল্যের মালিক সেই নরেন্দ্র মোদীই কিনা বলছেন, তিনি কখনও রাজনীতিতে যোগ দিতে চাননি। রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই তাঁর ছিল না।

রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমার রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই ছিল না। কিন্তু, এখন আমি এর অংশ হয়ে গিয়েছি। তাই, আমাকে এখন নিজের সেরাটা দিতে হবে।

নিজের ছোটবেলার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একসময় এনসিসি করতাম। এখনও আমি নিজেকে এনসিসি-ক্যাডেট মনে করি। সবার জানা উচিৎ, এনসিসি হল দুনিয়ার সবচেয়ে বড় যুব সংগঠন।


মোদী বলেন, আমি সবসময় মানুষের উপকারের কথা ভাবি। দেশের উন্নতি করার চেষ্টা করি। পূর্ণ মনযোগ সহকারে দেশের কাজ করি। পুরোপুরি এই কাজে নিজেকে নিয়োজিত করেছি।

নিজের ছোটবেলার স্মৃতিচারণা করে নমো বলেন, একসময় তিনি প্রচুর বই পড়তেন। টিভি বা সিনেমা খুব একটা দেখতেন না। এখনও খুব কমই টিভি দেখি। মস্করা করে তিনি বলেন, গুগল আসার পর তাঁর পড়ার অভ্যেস অনেকটাই কমে গিয়েছে।