Monday, November 17, 2025
রাজ্য​

আমি ক্ষমতায় থাকতে বাংলায় এনআরসি ও এনআরপি চালু হতে দেব না: মমতা

রানিগঞ্জ: করোনা অতিমারির আগে জাতীয় নাগরিকপঞ্জি (NRC) নিয়ে প্রতিবাদে উত্তাল ছিলো গোটা দেশ। পরিস্থিতি স্বাভাবিক না হলেও এগিয়ে আসছে ভোট। তাই ফের এনআরসি, সিএএ এবং এনআরপি ইস্যু সামনে আসছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি ও এনআরপি চালু করতে দেব না।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনআরসি ও এনপিআর চালু করার কথা বলে বাংলায় বিভেদ সৃষ্টির খেলায় নেমেছে বিজেপি। ওরা বলছে এনআরসি ও এনপিআর চালু করা হবে। নাগরিকত্ব প্রমাণ করতে ওরা আপনার ঠাকুরদার জন্ম সনদ চাইবে। আমি জানি না আমার মা কবে জন্মেছিলেন। আগে সব কিছু এমনই চলত। শিশু বাড়িতেই জন্ম নিত। তাই মানুষ সার্টিফিকেট পেত না। যাঁরা বাংলায় থাকেন, তাঁরা সকলেই বাঙালি এবং ভারতীয় নাগরিক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না। গুজরাট ও মহাত্মা গান্ধীর জন্য আমার শ্রদ্ধা রয়েছে, কিন্তু বাংলা বাংলাতেই থাকবে। এ ব্যাপারে আমরণ আমি সংগ্রাম চালিয়ে যাব।

মুখ্যমন্ত্রী বলেন, ওরা ইসিএলকে বেসরকারি হাতে দিতে চায়। এই বিশাল সংখ্যক শ্রমিকরা তা হলে কোথায় যাবেন? আধিকারিকরা কোথায় যাবেন? কেন্দ্রীয় সরকার রেলও বিক্রি করে ছাড়বে। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে বাঁচিয়েছিলাম। পরে সেখানে ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগের রেল ইঞ্জিন তৈরি হয়েছিল। তাও ওরা বেচে দেবে মোদী সরকার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।