Friday, April 19, 2024
FEATUREDদেশ

নেতাজির অন্তর্ধান রহস্য !

#কলকাতা: স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান-রহস্যে নিয়ে রয়েছে জোর বিতর্ক। তবে সম্প্রতি তথ্য অধিকার আইন বলে করা প্রশ্নের জবাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ মে ২০১৭ সিদ্ধান্ত প্রদান করে যে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইহাকু বিমান দুর্ঘটনাতেই মারা যান স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দেওয়ার পর নেতাজি পরিবার ও নেতাজির গড়া ফরোয়ার্ড ব্লকের তীব্র প্রতিবাদের দুইদিন পরেই সে অবস্থান থেকে সরে আসে সরকার। ০২ জুন ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দেওয়া এক বিবৃতিতে জানায় যে, নেতাজির অন্তর্ধান রহস্য এখনো তদন্তসাপেক্ষ। ফলে নেতাজির অন্তর্ধান-রহস্য রহস্যেই থেকে যায়।

কিছুদিন আগে উত্তর প্রদেশের এক সাধু গুমনামি বাবাকে নেতাজির মতো দেখতে লাগায় তাঁকে নেতাজি হিসেবে দাবি করেছিল অনেকে। কিন্তু তাতে স্বীকৃতি দেয়নি নেতাজির পরিবার বা তাঁর দল ফরোয়ার্ড ব্লক। গুমনামি বাবাও মারা গিয়েছেন।

নেতাজির বিষয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাওয়া অনূজ ধর ‘কলকাতা ট্রিবিউন’-কে এক সাক্ষৎকারে জানিয়েছেন, ১৯৪৫ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়ায় ছিলেন সে ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। রাশিয়া সরকারও এ বিষয়ে ভারতকে সাহায্য করবেন বলে তাঁর বিশ্বাস।

দেশজুড়ে নেতাজির ভক্ত, ফরোয়ার্ড ব্লক ও নেতাজি পরিবার বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুের তথ্যকে দীর্ঘ ৭২ বছর ধরে মেনে নেয়নি। ফরোয়ার্ড ব্লকের সর্বদা দাবি করে আসছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ঐ দুর্ঘটনায় নিহত হননি, ‘অন্তর্হিত’ হয়েছেন।