Thursday, June 19, 2025
Latestকলকাতা

ভিক্টোরিয়ায় নেতাজি-ক্ষুদিরামদের কাহিনি তুলে ধরা হবে: মোদী

কলকাতা: রবিবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে কোনও রাজনীতির কথা নয়, সিএএ-এনআরসি-এনপিআর নিয়েও কোনও বার্তা নয়, তাঁর বক্তব্যে শুধু বাঙালির প্রশংসা আর প্রশংসাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রসঙ্গ তুলে আনলেন নমো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গ্যালারিতে বাঙালি বিপ্লবীদের কাহিনি তুলে ধরা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু, শহিদ ক্ষুদিরাম, অরবিন্দ ঘোষের মতো বাঙালি বিপ্লবীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন মোদী। নমো জানান, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি গ্যালারিতে বাঙালি বিপ্লবীদের কাহিনি তুলে ধরার কাজ চলছে। প্রধানমন্ত্রীর কথায়, ভিক্টোরিয়ার পাঁচটি গ্যালারির মধ্যে দুটি দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা ঠিক নয়। সেগুলি চালু করে স্বাধীনতা সংগ্রামে বাঙালি বিপ্লবীদের অবদানের কাহিনি তুলে ধরা হবে।

মোদীর দাবি, ঐতিহাসিকরা ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাকে এড়িয়ে গিয়েছেন। ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে ও স্বাধীনতার পরেও দেশের ইতিহাস লেখার সময় একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে।

মুঘল সাম্রাজ্যের প্রসঙ্গ টেনে মোদী বলেন, ১৯০৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, পরীক্ষার আগে আমরা যা পড়ি, তা ভারতের ইতিহাস নয়। কেউ কেউ বাইরে থেকে এসেছিলেন। ছেলে বাবাকে খুন করেছিলেন। ভাইকে খুন করেছিলেন ভাই। এটা ভারতের ইতিহাস নয়।