Saturday, June 21, 2025
Latestদেশ

দেশের প্রথম নেতাজি মন্দির উদ্বোধন হল বারাণসীতে

বারাণসী: যোগীরাজ্য উত্তরপ্রদেশে তৈরি হল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত মন্দির। সেখানে নেতাজিকে রীতিমতো পুজো করা হচ্ছে। আজ, ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার নেতাজির ১২৩ তম জন্মদিনেই নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সেই মন্দিরের উদ্বোধন করা হল। এদিন এই মন্দির উদ্বোধন করেন আরএসএসের প্রচারক ইন্দ্রেশ কুমার।

আজই সকলের জন্য খুলে দেওয়া হল মন্দির। নেতাজির এই মন্দিরের প্রধান পুরোহিত হয়েছেন একজন দলিত মহিলা। তিনিই রোজ সকালে ভারত মাতার আরতি করে মন্দির খুলবেন। আবার রাতে ভারত মাতার আরতি করে মন্দির বন্ধ করবেন। বারাণসীর সুভাষ ভবনের সামনে গড়ে তোলা হয়েছে ১১ ফুট উঁচু কালো গ্রানাইটের নেতাজির এই মূর্তি। লাল ও সাদা রংয়ে গোটা মন্দির চত্বর রাঙিয়ে দেওয়া হয়েছে।

মন্দিরের দায়িত্বে থাকা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজিব বলেন, লাল রং হল বিপ্লবের প্রতীক এবং সাদা হল শান্তির প্রতীক। কালো রং শক্তির প্রতীক। তাই এই তিন রং ব্যবহার করা হয়েছে। মানুষের মনে দেশভক্তি বাঁচিয়ে রাখতেই এই মন্দির তৈরি করা হয়েছে।

অধ্যাপক রাজিব আরও বলেন, নেতাজির সঙ্গে উত্তরপ্রদেশের সম্পর্ক বেশ গভীর। তিনি তাঁর জীবনের একটা বড় সময় এখানেই কাটিয়েছিলেন। এই রাজ্যের বিভিন্ন শহরে তাঁর পায়ের ধুলো পড়েছে। তাই বারাণসীতে নেতাজি নামাঙ্কিত মন্দির তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত বলে রাখি, বারাণসীতে প্রচুর পরিমাণ বাঙালি থাকেন। বিধবারা শেষ জীবন কাটানোর জন্য বারাণসীতে আসেন, তাঁদের মধ্যে অধিকাংশই বাঙালি। তাই বারাণসীকে মিনি-বেঙ্গলও বলা হয়ে থাকে। আর এই শহরেই তৈরি হল দেশের প্রথম নেতাজি মন্দির।